বেঙ্গালুরু, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে প্রাথমিক স্বাস্থ্যবিধি হিসেবে হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে বলা হয় । যার জেরে হঠাৎ করেই বাজারে চাহিদা বাড়তে থাকে হ্যান্ড স্যানিটাউজ়ারের । বাজার থেকে কার্যত উধাও হয়ে যায় স্যানিটাইজ়ার । শুরু হয় কালোবাজারিও । ফলে অনেক পরিবারেই কোনওমতে জোগাড় হয়েছে একটি বা দু'টি হ্যান্ড স্যানিটাইজ়ারের বোতল । এই পরিস্থিতিতে একটি স্যানিটাইজ়ারের বোতলই ব্যবহার করছেন পরিবারের অনেকে । যাতে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে । এই সমস্যার একটাই সমাধান, বোতলে হাত না লাগিয়ে স্যানিটাইজ়ার ব্যবহার । কীভাবে? উপায় বাতলে দিল 14 বছরের কিশোর ।
কীভাবে বোতলে হাত না লাগিয়ে ব্যবহার করা যাবে স্যানিটাইজ়ার ? এই ভাবনা মাথায় আসে অনেকদিন আগেই । যার উপায় হিসেবে কৃষ্ণ গুপ্ত নামে বেঙ্গালুরুর ওই কিশোর রোবটের মাধ্যমে স্যানিটাইজ়ার ব্যবহারের উপায় বের করে । তৈরিও করে ফেলে একটি রোবোট বেসড স্যানিটাইজ়ার । এর ফলে বোতলে হাত না লাগিয়েও ব্যবহার করা যাবে স্যানিটাইজ়ার । পরিবারের সকলে এটি ব্যবহার করলেও সংক্রমণের আশঙ্কা থাকবে না ।