পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানের মন্দিরে প্যান্ডেল ভেঙে মৃত কমপক্ষে 14 - pandal collamse

রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে কমপক্ষে 14 জন মারা গেছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।

রাজস্থানের মন্দিরে প্যান্ডেল ভেঙে মৃত কমপক্ষে 14

By

Published : Jun 23, 2019, 6:33 PM IST

Updated : Jun 23, 2019, 8:46 PM IST

জয়পুর, 23 জুন : রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে কমপক্ষে 14 জন মারা গেছে । ঘটনায় গুরুতর আহত আরও 50 জন । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । আহতদের যোধপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । প্রবল বৃষ্টির জেরে প্যান্ডেলটি ভেঙে পড়ে বলে প্রাথমিক অনুমান ।

জয়পুর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বার্মেরে অবস্থিত রানি ভাতিয়ানি মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল লোকজন । অনুষ্ঠানের জন্যই সেখানে প্যান্ডেল তৈরি করা হয়েছিল । অনুমান ভারী বৃষ্টির জেরে প্যান্ডেলের উপর অনেক জল জমে যায় । সেই ভার রাখতে না পেরেই প্যান্ডেলটি ভেঙে পড়ে । যার জেরে এই বিপত্তি ।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা ঘটেছে । যা খুব দুর্ভাগ্যজনক । শোকগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" প্রধানমন্ত্রীর পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন মৃতদের পরিবারকে 5 লাখ টাকা ও আহতদের 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার । শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Last Updated : Jun 23, 2019, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details