পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে কার্তিক পূর্ণিমায় স্নানে নেমে মৃত 14 - सीतामढ़ी में भी स्नान के दौरान तीन की मौत

নালন্দায় কার্তিক পূর্ণিমায় স্নান করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু হয়েছে । এরা পাবাপূরির ঘোসরবার সকরি নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায় । মৃতদের নাম অংশু কুমারী (17), সোনম কুমারী (15) ও প্রীতি কুমারী (15) ।

গঙ্গা স্নানে বিহারের ১৪ জনের মৃত্যু

By

Published : Nov 12, 2019, 1:04 PM IST

Updated : Nov 12, 2019, 1:12 PM IST

বিহার, 12 নভেম্বর : কার্তিক পূর্ণিমায় গঙ্গাস্নান করতে গিয়ে বিহারের বিভিন্ন জেলায় 14 জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে আটজনের মৃতদেহ পাওয়া গিয়েছে । বাকিদের দেহ উদ্ধারে চেষ্টা চলছে।
নালন্দায় কার্তিক পূর্ণিমায় স্নান করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু হয়েছে । তারা পাবাপূরির ঘোসরবার সকরি নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায় । মৃতদের নাম অংশু কুমারী (17), সোনম কুমারী (15) ও প্রীতি কুমারী (15) । অন্যদিকে নাবাদার আকোল থানার সোখোদেবরার সূর্য মন্দিরে পুজো করতে গিয়ে দু'জন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে । সীতামদির সুপ্পি থানার টেঙ ঘাটের বাগমতি নদিতে স্নান করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে । বস্তিয়ারপুরে একজন মহিলার মৃত্যু হয়েছে । মুজফপুর সংগম ঘাটে স্নান করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মোতিহারিতে একজনের ও পটনার ধনরুয়াতে আরও একজন মারা গেছে ।
Last Updated : Nov 12, 2019, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details