আহমেদাবাদ, 8 এপ্রিল : এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল 14 মাসের এক শিশুর । গুজরাতের জামনগরের ঘটনা । গতকাল ভেন্টিলেটারে থাকা অবস্থায় মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয় তার । জানা গেছে, এই শিশুর কোনও ট্র্যাভেল হিস্ট্রি ছিল না ।
কোরোনা উপসর্গ নিয়ে গুজরাতের দারেদ গ্রামের এই শিশুকে কিছুদিন আগে ভরতি করা হয়েছিল হাসপাতালে । 5 তারিখে তার সোয়াব নমুনার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । তারপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় । কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল । গতরাতে তার মৃত্যু হয় ।