পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুনেয় দেওয়াল ভেঙে মৃত 15 শ্রমিক - death

পুনের কন্ধোয়ায় দেওয়াল ভেঙে 15 জনের মৃত্যু হয়েছে ।

পুনেয় দেওয়াল ভেঙে মৃত 14

By

Published : Jun 29, 2019, 7:17 AM IST

Updated : Jun 29, 2019, 12:19 PM IST

পুনে, 29 জুন : পুনের কন্ধোয়ায় দেওয়াল ভেঙে 14 জনের মৃত্যু হয়েছে । দেওয়ালটি নির্মাণ শ্রমিকদের বাড়ির উপর ভেঙে পড়ে । ঘটনাটি গতকাল রাতের । মৃতদের মধ্যে এ রাজ্যের কয়েকজন শ্রমিক রয়েছেন বলে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে দাবি করলেও পরে জানা যায় তাঁরা সবাই বিহারের বাসিন্দা ছিলেন ।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে দুটি শিশু রয়েছে । 14টি দেহ উদ্ধার হয়েছে । এখনও কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে । দুর্ঘটনায় আহতর সংখ্যা 4 । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল । উদ্ধার কাজে সাহায্য করছে NDRF । পুনের জেলাশাসক নভাল কিশোর রাম বলেন, "ভারী বৃষ্টিতে দেওয়ালটি ভেঙে পড়েছে । তবে এই দুর্ঘটনায় নির্মাণ সংস্থার কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।" দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থানে যান পুনের পুলিশ কমিশনার কে ভেঙ্কটেশ্যাম । তিনি বলেন, "পুলিশ তদন্ত করছে । দুর্ঘটনায় যদি কারও গাফিলতি থাকে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । "

ভারী বৃষ্টির জেরে গতকাল রাত 2টা নাগাদ মুম্বইয়ের চেম্বুরে রাস্তার পাশে পার্ক করা একটি অটোর উপর দেওয়াল ভেঙে পড়ে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।

Last Updated : Jun 29, 2019, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details