পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ থেকে ফের সম্পূর্ণ লকডাউন গুয়াহাটিতে - Lockdown in Assam

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অসমে এখনও পর্যন্ত 6816 জন কোরোনায় আক্রান্তের হদিস মিলেছে । মৃত্যু হয়েছে 9 জনের ।

Guwahati city
গুয়াহাটি শহরের ছবি

By

Published : Jun 29, 2020, 5:00 AM IST

Updated : Jun 29, 2020, 6:24 AM IST

গুয়াহাটি, 28 জুন : আজ সন্ধে 7 টা থেকে সম্পূর্ণ লকডাউন হয়ে গেল গুয়াহাটিতে । আজ থেকে টানা দু'সপ্তাহ লকডাউন থাকবে গুয়াহাটি শহর । শেষ দশ দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে অসমের কোরোনা সংক্রমণের হার । যে পরিমাণে নতুন সংক্রমণের খবর সামনে এসেছে, তার সিংহভাগই গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী এলাকার । এই পরিস্থিতিতে গুয়াহাটিতে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে অসম সরকার ।

কী কী কড়াকড়ি করা হচ্ছে গুয়াহাটিতে ?

  • শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত রকমের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে । শহরের রাস্তায় গণ পরিবহনও বন্ধ থাকছে ।
  • শহরের যাবতীয় সরকারি, আধা সরকারি বা বেসরকারি অফিস আগামী দুই সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
  • পান, বিড়ি, গুটখা, তামাকজাত দ্রব্য ও মদের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে আগামী দুই সপ্তাহ । প্রকাশ্যে মদ, পান ও তামাকজাক দ্রব্য সেবন করাও পুরোপুরিভাবে নিষিদ্ধ ।
  • কেউ মারা গেলে, তাঁর শেষকৃত্যের সময়ে 20 জনের বেশি মানুষ একসঙ্গে থাকতে পারবেন না ।
  • দোকানপাট সব বন্ধ থাকছে । তবে লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে দুধ, বেবি ফুড ও ওষুধের দোকানগুলিকে ।
  • বাছাই করা কিছু জায়গায় শুধুমাত্র নির্দিষ্ট সময়েই জল পাওয়া যাবে ।
  • শুধুমাত্র সেনা, কেন্দ্র ও রাজ্য পুলিশ, জেলাশাসকের দপ্তর, পুলিশ কমিশনারের দপ্তর, হোম গার্ড, সিভিল ডিফেন্স, দমকল, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ পরিষেবা ও জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ক্ষেত্রগুলি খোলা থাকবে ।
  • গুয়াহাটিতে যতগুলি ব্যাঙ্ক রয়েছে তার মাত্র 10 শতাংশ খোলা থাকবে । ATM কাউন্টারগুলিও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অসমে এখনও পর্যন্ত 6816 জন কোরোনায় আক্রান্তের হদিস মিলেছে । মৃত্যু হয়েছে 9 জনের । শুধুমাত্র কোরোনাই নয়, যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে-রাজ্যে, তা নিয়েও চিন্তিত অসমের প্রশাসন । অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই বন্যা পরিস্থিতিতে অসমের 23 টি জেলার মোট 9 লাখেরও বেশি মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন । অসমে উদ্ভুত বন্য়া পরিস্থিতিতে আজ প্রাণ হারিয়েছেন দু'জন ।

শুধুমাত্র অসমের সরকারই নয়, তেলাঙ্গানা প্রশাসনও ফের পূর্ণাঙ্গ লকডাউনে ফেরার কথা ভাবছে । গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় কম করে 15 দিন লকডাউন জারি করতে চাইছে তারা । কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে ।

Last Updated : Jun 29, 2020, 6:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details