পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 13 হাজার 788 জন ৷ মৃত্যু হয়েছে 145 জনের ৷

ছবি
ছবি

By

Published : Jan 18, 2021, 11:00 AM IST

দিল্লি, 18 জানুয়ারি : কয়েকদিন ধরেই দেশে দৈনিক সংক্রমণ 15 থেকে 16 হাজারের কাছাকাছি থাকছে ৷ গত 24 ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই কমল সংক্রমণ ৷ আক্রান্ত হয়েছে 13 হাজার 788 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 15 হাজার 144। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি 5 লাখ 71 হাজার 773 ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 145 জনের ৷ যা গতকাল ছিল 181 ৷ এই নিয়ে দেশে কোরোনায় মৃতের সংখ্য়া দাঁড়িয়েছে 1 লাখ 52 হাজার 419 ৷

আরও পড়ুন :ভ্যাকসিন নিতে চাইছেন না অনেকে, বিধায়করা নিয়েছেন এটা তো খবর : পার্থ

একদিকে যখন কোরোনায় সংক্রমণের হার কমছে, তেমনই সুস্থতার হার ক্রমশ বাড়ছে ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 1 কোটি 2 লাখ 11 হাজার 342 জন ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 8 হাজার 12 জন ৷

আক্রান্তের নিরিখে এখনও দেশের মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 19 লাখ 90 হাজার 759 জন ৷ এরপর রয়েছে কর্নাটক ৷ আক্রান্তের সংখ্যা 9 লাখ 31 হাজার 997 ৷ তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে আক্রান্ত 8 লাখ 85 হাজার 985 ৷

ABOUT THE AUTHOR

...view details