পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্য়প্রদেশে কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা - সারানি

সোমবার ওই কিশোরী জলের পাম্প বন্ধ করতে মাঠে গিয়েছিলেন ৷ অভিযুক্তও সেই সময় সেখানে উপস্থিত ছিল ৷ কিশোরীকে একা পেয়ে তাকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ ৷

13-year-old-girl-raped-buried-alive-in-mp
মধ্য়প্রদেশে কিশোরীকে ধর্ষণ, পরে পুড়িয়ে মারার চেষ্টা অভিযুক্তের

By

Published : Jan 19, 2021, 4:10 PM IST

ঘোড়াডংরি(ওড়িশা), 19 জানুয়ারি : কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল মধ্য়প্রদেশের সারানি জেলার ঘোড়াডংরিতে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার ওই কিশোরী জলের পাম্প বন্ধ করতে মাঠে গিয়েছিলেন ৷ অভিযুক্তও সেই সময় সেখানে উপস্থিত ছিল ৷ কিশোরীকে একা পেয়ে তাকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ ৷ এদিকে দীর্ঘক্ষণ পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে মাঠে যান ৷ সেখানেই অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা । পুলিশে খবর দেওয়া হয় ৷

আরও পড়ুন : মহিলাদের যৌন প্রতিদ্বন্দ্বী মনে করা থেকেই সামাজিক বিকৃতি ?

খবর পেয়ে হাসপাতালে যান সারানির এসডিপিও অভয় রাম চৌধুরি, সারানির স্টেশন ইনচার্জ মহেন্দ্র সিং চৌহান, এসআই অলকা রাই সহ অন্য় পুলিশ আধিকারিকরা ৷ ওই কিশোরীকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ ঘোড়াডংরি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details