পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানে বাস-বোলেরোর সংঘর্ষে মৃত 16 - খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ

বাস ও বোলেরোর সংঘর্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 10 জন ৷ আজ দুপুরে রাজস্থানের ধাধানিয়া গ্রামের কাছে জয়সলমের ও যোধপুর রোডে বাস ও বোলেরোর মধ্যে সংঘর্ষ হয় ৷ গুরুতর আহত 10

ছবি

By

Published : Sep 27, 2019, 5:06 PM IST

Updated : Sep 27, 2019, 5:17 PM IST

জয়পুর, 27 সেপ্টেম্বর : রাজস্থানে বাস ও বোলেরোর সংঘর্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 10 জন ৷ তাঁদের গুরুতর অবস্থায় যোধপুর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ দুপুর নাগাদ রাজস্থানের ধাধানিয়া গ্রামের কাছে জয়সলমের ও যোধপুর রোডে বাস ও বোলেরোর মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় 13 জনের ৷ তড়িঘড়ি স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ যোধপুরের এক স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে 6 জন মহিলা, 9 জন পুরুষ ও এক শিশুও রয়েছে ৷ গুরুতর অবস্থায় 10 জন যোধপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Sep 27, 2019, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details