পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফিরোজ়াবাদে বাস ও ট্রাকের ধাক্কায় মৃত কমপক্ষে 16 - আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 16 জনের ৷

13 died in bus-truck collision on Agra-Lucknow expressway
ফিরোজ়াবাদের বাস ও ট্রাকের ধাক্কায় মৃত কমপক্ষে ১৩

By

Published : Feb 13, 2020, 5:24 AM IST

Updated : Feb 13, 2020, 8:03 AM IST

ফিরোজ়াবাদ, 13ফেব্রুয়ারি : আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 16জনের । আহত 29 । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

গতরাত 10টা নাগাদ ফিরোজ়াবাদের নাগলা খানগার থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । বাসটি দিল্লি থেকে বিহারের মোতিহারির দিকে যাচ্ছিল । সেই সময় পিছন থেকে সেটি একটি ট্রাকে ধাক্কা মারে । আহতদের এটাওয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

দুর্ঘটনার পরই জেলাশাসককে ঘটনাস্থানে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি ।

Last Updated : Feb 13, 2020, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details