নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে - physically harrased by neighbour
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । গতকালের ঘটনা পর সে পলাতক।
![নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশীর
বিরুদ্ধে physically -harrased by-neighbour](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:14:22:1595324662-768-512-7745482-1076-7745482-1592980675181-2706newsroom-1593242957-784.jpg)
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশীরবিরুদ্ধে
মুজাফফরনগর:12বছর বয়সি এক নাবালিকাকে বাড়িতে কেউনা থাকার সুযোগ নিয়ে যৌন হেনস্থা করল উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । ঘটনাটি গতকালদুপুরে উত্তরপ্রদেশের একটি গ্রামের ।অভিযুক্তের নাম কারিম । গতকালের ঘটনা পর সেপলাতক। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
বিষয়টিনিয়েSHOঅনিলকাপুরভান জানিয়েছেন,"নাবালিকারমা কাজ থেকে ফিরে এসে এই ঘটনাটি জানতে পারেন। নাবালিকার পরিবারের তরফে প্রতিবেশীকরিমের নামে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে পলাতক করিমের।মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।"