পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আবারও প্রশ্নের মুখে উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা - উত্তরপ্রদেশ

মহারাজগঞ্জ থেকে শুক্রবার হঠাৎ নিখোঁজ হয় ওই নাবালিকা । আজ একটি অভয়ারণ্য থেকে তার দেহ উদ্ধার হয় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Maharajganj
ছবিটি প্রতীকী

By

Published : Aug 30, 2020, 10:49 PM IST

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ) : শুক্রবার থেকে নিখোঁজ ছিল এক নাবালিকা । আজ একটি অভয়ারণ্য থেকে তার দেহ উদ্ধার হয় । পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । উত্তরপ্রদেশের ঘটনা । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । POCSO আইনে মামলা শুরু হয়েছে ।

শুক্রবার হঠাৎ নিখোঁজ হয় ওই নাবালিকা । পরিবারের লোকজন আশপাশে খুঁজলেও তাকে পাওয়া যায়নি । খোঁজ শুরু হয় অন্যান্য এলাকায়ও । দু'দিনের মাথায় আজ একটি অভয়ারণ্য থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে । পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

মহারাজগঞ্জের পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । শেষ পাওয়া খবর পর্যন্ত, নিজের দোষ সে এখনও স্বীকার করেনি ।

ABOUT THE AUTHOR

...view details