কচ্ছ, 11 অক্টোবর : ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গুজরাতের কচ্ছ থেকে আটক করা হল এক কিশোরকে । ধৃত কিশোরের বয়স 16 বছর ।
এবারের IPL মোটেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের । মাত্র দু'টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা । ফিনিশারের ভূমিকায় চেনা ধোনিকেও দেখা যায়নি। এর জেরেই ধোনির উদ্দেশে সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হয় । তাঁর পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকে । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের হারের পর এই হুমকি দেওয়া হয় ।
সোশাল মিডিয়ায় হুমকি আসার পরই রাঁচির রাতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । ঝাড়খণ্ড পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ গুজরাতের কচ্ছ এলাকা থেকে আটক করা হয় বছর ষোলোর ওই কিশোরকে ।