আহমেদাবাদ, 15মে : গুজরাতে কোরোনা সংক্রমণ প্রচুর । ভারতে কোরোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে গুজরাত তৃতীয় স্থানে । সেখানে এখনও পর্যন্ত নয় হাজারের বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আহমেদাবাদে মৃতের সংখ্যা 446 । এবং এর বেশিরভাগই ছিপা সম্প্রদায়ের । আহমেদাবাদে কোরোনা আক্রান্তে মোট মৃতের 12 শতাংশই ছিপা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ।
গুজরাতে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ হয়েছে আহমেদাবাদে । শহরের জামালপুরে আক্রান্ত সবথেকে বেশি । জামালপুরের অধিবাসী এই ছিপা সম্প্রদায় । যাঁদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি । 13মে পর্যন্ত ছিপা সম্প্রদায়ের 53জনের মৃত্যু হয়েছে । যাঁরা প্রত্যেকেই জামালপুরের ।