কুশিনগর(উত্তরপ্রদেশ), 18 মে : উত্তরপ্রদেশে ফের পথ দুর্ঘটনার শিকার ভিনরাজ্যের শ্রমিকরা । তবে, ঘটনায় কারও মৃত্যু হয়নি । আহত হয়েছেন 12 জন । বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ।
ফের উত্তরপ্রদেশ, পথ দুর্ঘটনায় আহত ভিনরাজ্যের 12 শ্রমিক - কুশিনগর
বাসে করে নিজেদের রাজ্যে যাচ্ছিলেন শ্রমিকরা । তখনই লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁদের বাসের । ঘটনায় 12 জন শ্রমিক আহত হয়েছেন । উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা ।
গতকাল উত্তরপ্রদেশের কুশিনগর থেকে বাসে করে নিজেদের রাজ্য বিহারের উদ্দেশে রওনা দেন বেশ কয়েকজন শ্রমিক । 28 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাথেরওয়ার একটি পেট্রোল পাম্পের কাছে লরির সঙ্গে ধাক্কা লাগে শ্রমিকবাহী বাসটির । তাতেই আহত হন 12 জন । আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করে তমকুহি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তাঁদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
দিনকয়েক আগে উত্তরপ্রদেশের অউরাইয়ায় পথ দুর্ঘটনায় 26 শ্রমিকের মৃত্যুর পর শনিবার জেলা প্রশাসনগুলিকে একটি নির্দেশিকা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাতে সুরক্ষা নিশ্চিত করতে আটকে পড়া শ্রমিকদের বাসে করে নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন তিনি। কিন্তু তারপরেও গতকাল বাসে করে নিজেদের রাজ্যে ফিরতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হলেন শ্রমিকরা ।