পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে বাজ পড়ে মৃত 12 - মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গতকাল মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ।

ছবি
ছবি

By

Published : May 6, 2020, 9:30 AM IST

Updated : May 6, 2020, 10:15 AM IST

পটনা, 6 মে : বিহারে বাজ পড়ে 12 জনের মৃত্যু হল । গতকাল সকাল থেকে বিহারের একাধিক এলাকায় ঝড়-বৃষ্টি হয় । সঙ্গে বাজও পড়ে । কাটিহার, পটনা, গয়া, জামুইসহ কয়েক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয় এই 12 জনের ।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে গরম হাওয়া ঢুকছে ঢুকছে বিহার, পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে । অন্যদিকে, উত্তরের ঠান্ডা বাতাসের জন্য তৈরি হচ্ছে বজ্রগর্ভসহ মেঘ । এর জেরেই বৃষ্টি চলছে এইসব এলাকায় । গতকাল সকাল থেকে ঘন ঘন বাজ পড়ে বিহারের একাধিক জেলায় । পটনায় মৃত্যু হয় তিনজনের, জেহানাবাদে দু'জনের ও কাটিহারে দু'জনের । এছাড়াও একজন করে মৃত্যু হয়েছে নালন্দা, গয়া, জামুই, শেখপুরা, আরওয়াল জেলায় ।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গতকাল মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন । প্রসঙ্গত, কিছুদিন আগেও বিহারের একাধিক এলাকায় বাজ পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল ।

Last Updated : May 6, 2020, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details