দিল্লি, 12 অগাস্ট : বিশ্বে এই মুহূর্তে 10 থেকে 24 বছর বয়সিদের সংখ্যা 180 কোটি । সমাজের উন্নয়নে তাদের অংশগ্রহণকে কুর্নিশ জানাতে 1999 সাল থেকে আজকের দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘের সাধারণ সভা । এই বছরের যুব দিবসের থিম - আজীবন ন্যায্য শিক্ষার সুযোগের প্রচারের উপর জোর দেওয়া । সমাজের সার্বিক বিকাশের জন্য 2030 সালের কর্মসূচি অনুযায়ী চলতি বছরের যুব দিবসের থিমটি স্থির করেছে UNESCO ।
আন্তর্জাতিক যুব দিবসে নজর বিশ্বব্যাপী শিক্ষায়, এগিয়ে ভারত - সর্বশিক্ষা অভিযান
চলতি বছরে আন্তর্জাতিক যুব দিবসের থিম আজীবন ন্যায্য শিক্ষার সুযোগের প্রচারের উপর জোর দেওয়া । শিক্ষার মাপকাঠিতে এগিয়ে রয়েছে ভারত ৷
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী 6 থেকে 14 বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকেরও বেশি প্রাথমিক পড়াশোনা ও অঙ্কে দক্ষতার অভাব রয়েছে । যদিও তাদের বেশিরভাগই স্কুলে লেখাপড়া করে । এই তথ্যই উঠে এসেছে UNESCO-র এক সমীক্ষায় । যা বেশ চিন্তার বিষয় ।
তবে এর মধ্যেও ভারতের জন্য কিছুটা ইতিবাচক খবর রয়েছে ভারতের জন্য ৷ সর্বশিক্ষা অভিযানের দৌলতে সমাজের সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত । সেজন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জাতীয় শিক্ষানবীশ প্রচারমূলক প্রকল্পের (NPS) মাধ্যমে 2019 সালের এপ্রিল পর্যন্ত স্নাতকদের শিল্পক্ষেত্রে কাজের সুযোগ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে ৷ এই কর্মসূচির লক্ষ্য, দেশের যুবকদের কর্মসংস্থান বাড়ানো । দূরশিক্ষার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ সেজন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র ৷ শুধুমাত্র কর্মসংস্থান গড়ে তোলা নয়, যুব সমাজকে কর্মসক্ষম করার জন্য একাধিক প্রকল্প চালু করেছ কেন্দ্র ৷ এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন ৷