পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের একদিনে সর্বোচ্চ, গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত 11929

দেশে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 311 জনের ।

ছবি
ছবি

By

Published : Jun 14, 2020, 10:40 AM IST

Updated : Jun 14, 2020, 11:05 AM IST

দিল্লি, 14 জুন : ধীরে ধীরে দেশে স্বাভাবিক হতে শুরু করেছে সবরকম পরিষেবা । খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস । আর এরই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 11 হাজার 929 জন । যা আবারও দেশে একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3 লাখ 20 হাজার 922 । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 311 জনের । এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 9 হাজার 195।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই চতুর্থ স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখ চাড়িয়েছে । এখনও পর্যন্ত 1 লাখ 4 হাজার 568 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । গত 24 ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছে 3 হাজার 500 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । সেখানে কোরোনা আক্রান্ত 42 হাজার 687 জন । সংক্রমণ বাড়ছে দিল্লি, গুজরাত ও উত্তরপ্রদেশে । দিল্লিতে গত 24 ঘণ্টায় দু'হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 11 হাজারের কাছাকাছি । রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকরা ফেরায় সংক্রমণ বাড়ছে বলে মনে করা হচ্ছে ।

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9 হাজার । যার পরই মৃত্যুর নিরিখে বিশ্বে 9 নম্বরে উঠে এল ভারত । বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষ যত বাইরে বের হচ্ছে তত কোরোনা সংক্রমণ বাড়ছে ।

বাড়তে থাকা কোরোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে একটি প্রেজ়েন্টেশন দিয়ে দেশের কোথায় কোরোনা সংক্রমণের কী পরিস্থিতি তা জানিয়েছেন নীতি আয়োগের এক পদস্থ আধিকারিক ৷ সেখানে বলা হয়, দেশে মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ পাঁচটি রাজ্যের বড় শহরগুলিতে হয়েছে ৷ এদিকে বাড়তে থাকা কোরোনা পরিস্থিতি নিয়ে মঙ্গল ও বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Jun 14, 2020, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details