দেরাদুন (উত্তরাখণ্ড), 30 এপ্রিল : লকডাউন ভাঙায় দেরাদুনে একদিনে গ্রেপ্তার হল 455 জন । গতকাল তাদের গ্রেপ্তার করে পুলিশ । সব মিলিয়ে উত্তরাখণ্ডে গ্রেপ্তার করা হয়েছে 11 হাজার 250 জনকে ।
লকডাউন ভেঙে উত্তরাখণ্ডে গ্রেপ্তার 11,250 জন
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । প্রশাসনের তরফে একাধিকবার আবেদন করা হয়েছে লকডাউনের নিয়ম মেনে চলতে । কিন্তু সেই আর্জি মানছে না বহু মানুষ । লকাডউন ভাঙার জন্য দেরাদুন থেকে একদিনে গ্রেপ্তার হল 455 জন ।
ছবি
লকডাউন ভঙ্গ করায় বর্তমানে মোট কেসের সংখ্যা দাঁড়িয়েছে 2 হাজার 328টি । মোটর ভেইকেলস (MV) আইনের আওতায় 27 হাজার 324 টি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে । এর পাশাপাশি 1.37 কোটি টাকার জরিমানা করা হয়েছে ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি হয়েছে । প্রশাসনের তরফে একাধিকবার আবেদন করা হয়েছে, সরকারের সঙ্গে সহযোগিতা করে লকডাউনের নিয়ম মেনে চলতে । কিন্তু সেই আর্জি মানছে না বহু মানুষ । যার কারণে কঠোর হতে হচ্ছে প্রশাসনকে ।