পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোটা-যোধপুরের পর  রাজকোট, এক মাসে মৃত শতাধিক শিশু - শিশু মৃত্যু

কোটার শিশু মৃত্যু নিয়ে যখন তোলপাড় গোটা দেশ তখনই সামনে এল আরও একটি ঘটনা ৷ রাজকোটের কেডি চিলড্রেন্স হসপিটালে গত একমাসে 111 জন শিশুর মৃত্যু হয়েছে ৷

image
রাজকোটে শিশু মৃত্যু

By

Published : Jan 5, 2020, 9:57 AM IST

Updated : Jan 5, 2020, 12:59 PM IST

রাজকোট, 5 জানুয়ারি : জে কে লোন হসপাতালে শিশু মৃত্যুর ঘটনা তোলপাড় করেছে গোটা দেশে ৷ মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 110 ৷ যোধপুরে এক মাসে প্রাণ হারিয়েছে 146টি শিশু ৷ এবার আরও একটি ঘটনা সামনে এল ৷ এমনকি কোটার থেকেও বেশি শিশু মৃত্যু হয়েছে রাজকোটের কেডি চিলড্রেন্স হাসাপাতলে ৷ 111 জন শিশু মৃত্যু হয়েছে এক মাসে ৷ তাদের মধ্যে 96 জন শিশুই ছিল অপরিণত (প্রি-ম্যাচিয়োর) ও কম ওজনের ৷

অন্যদিকে যোধপুরে এক মাসে মৃত্যু হয়েছে 146টি শিশুর । যার মধ্যে 98 জন সদ্যোজাত । গত ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে এস এন মেডিকেল কলেজে 146টি শিশুর মৃত্যু হয়েছে । এবারও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বেহাল থাকায় এই ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি যোধপুরে । সেখানে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

1 ডিসেম্বর থেকে 5 জানুয়ারির মধ্যে কোটায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 110 ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6,652 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ এবার রাজকোটের ঘটনাও সামনে এল ৷ রাজকোটের মৃত্যুর তদন্তে উঠে এসেছে হাসপাতালে পরিকাঠামোর অভাব ৷ হাসপাতালে NICU ইউনিট থাকলেও সেটি সম্পৃর্ণভাবে কাজ করে না ৷ এদিকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান ৷ উত্তর না দিয়ে হেঁটে চলে যান তিনি ৷ এতেও শুরু হয়েছে বিতর্ক ৷

গত ডিসেম্বরে মোট 386 জন শিশুকে ভরতি করা হয়েছিল কেডি চিলড্রেন্স হাসপাতালে ৷ তাদের মধ্যে ডিসেম্বরেই মৃত্যু হয় 111 জনের ৷ ঘটনাটি সামনে আসতেই তোলপাড় শুরু হয় ৷ যদিও এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়নি ৷

Last Updated : Jan 5, 2020, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details