কাবুল , 18 মে : আফগানিস্তানে মৃত্যু হল 11 তালিবান জঙ্গির । একদিকে পূর্ব পাকতিয়া প্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ছয় তালিবান জঙ্গির । অন্যদিকে মাইন পুঁততে গিয়ে বিস্ফোরণে আরও পাঁচ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে ।
পূর্ব পাকতিয়া প্রদেশে গুলির লড়াইয়ে মৃত ছয় তালিবান জঙ্গির মধ্যে একজন পাকিস্তানের নাগরিক । এই লড়াইয়ে দুই আফগান সেনাও আহত হয়েছেন।