পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোপালে নৌকাডুবি, মৃত কমপক্ষে 11 - 11 dead, five rescued during Ganesh immersion in Bhopal

ভোপালে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জনের ৷ চলছে উদ্ধারকাজ ৷

নৌকাডুবি

By

Published : Sep 13, 2019, 8:14 AM IST

Updated : Sep 13, 2019, 1:39 PM IST

ভোপাল, 13 সেপ্টেম্বর : ভোপালে গণেশ প্রতিমা নিরঞ্জনের সময় নৌকাডুবি ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জনের ৷ ছ'জনকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিদের ৷ মৃতদের পরিবারপিছু 11 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন জেলাশাসক ৷

আজ সকালে ভোপালের খাটলাপুরা ঘাটে গণেশ প্রতিমা নিরঞ্জন চলছিল ৷ সাড়ে 4টে নাগাদ একটি নৌকা উলটে যায় ৷ স্থানীয়রা জানিয়েছেন, কমপক্ষে 18 জন ডুবে যান ৷ দ্রুত শুরু হয় উদ্ধারকাজ ৷ ঘটনাস্থানে পৌঁছান ভোপালের IG, DIG সহ অন্য প্রশাসনিক কর্তারা ৷ এখনও পর্যন্ত 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷

অতিরিক্ত পুলিশ সুপার অখিল প্যাটেল বলেন, "পাঁচজনকে উদ্ধার করা হয়েছে ৷ 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ নৌকাটিতে আরও কেউ ছিল কি না, তার জন্য উদ্ধারকাজ চলছে ৷ স্থানীয়রা জানিয়েছেন, ওই কজনই ডুবে গেছিলেন ৷ যদি অন্য কারও খোঁজ পাওয়া যায় সেজন্য আমরা এখনও উদ্ধারকাজ চালাচ্ছি ৷ "

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান মধ্যপ্রদেশের আইনমন্ত্রী পি সি শর্মা ৷ তিনি বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷ উপযুক্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে ৷ আমরা তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করব ৷" দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷

Last Updated : Sep 13, 2019, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details