চিক্কাবল্লাপুর (কর্নাটক) ,4 জুন : বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত 11 । আজ দুর্ঘটনাটি ঘটে কর্নাটকের চিক্কাবল্লাপুরে । দুর্ঘটনায় গাড়ির চালক সহ 11 জন যাত্রী মারা যান । বাসের চালক পলাতক ।
দুর্ঘটনাটি ঘটে আজ বেলা 11টা 45 মিনিট নাগাদ । যাত্রীবোঝাই বাসটি মুরুগামাল্লা থেকে চিন্তামণির দিকে যাচ্ছিল । মুরুগামাল্লায় একটি দরগা থেকে ফিরছিলেন যাত্রীরা । বাসের এক যাত্রী ফায়াজ়ুদ্দিন জানিয়েছেন, বাসের চালকের বয়স 20-র আশপাশে এবং তিনি খুব জোরে বাসটি চালাচ্ছিলেন । বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে থাকায় বাঁদিকে হেলেছিল । পাশ কাটিয়ে যাওয়ার সময় অপর একটি গাড়িকে ধাক্কা মারে বাসটি । ফায়াজ়ুদ্দিন জানান, তাঁর মা ও কাকিমার পায়ে গুরুতর চোট লেগেছ ।
কর্নাটকে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত 11 - বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ
বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত 11 । দুর্ঘটনাটি ঘটে কর্ণাটকের চিক্কাবল্লাপুরে । দুর্ঘটনায় গাড়ির চালক সহ 11 জন যাত্রী মারা যান ।
দুর্ঘটনাস্থানের ছবি
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাসের চালকের গাফিলতি ছিল । দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক । মৃতদের পরিবার পিছু 25000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন চিন্তামণির বিধায়ক কে কৃষ্ণা রেড্ডি ।
Last Updated : Jul 4, 2019, 10:53 PM IST