পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাপানে বিধ্বংসী 'হাগিবিস', মৃত 11

জাপানের সেনাবাহিনীর তৎপরতায় প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ টাইফুনের তীব্রতায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল জাপানের নাগানো শহর ৷ বাতিল করা হয়েছে বহু অন্তর্বর্তী ও আন্তর্জাতিক ট্রেন ও বিমান ৷

জাপানে বিধ্বংসী হাগিবিস

By

Published : Oct 13, 2019, 1:01 PM IST

টোকিয়ো, 13 অক্টোবর : জাপানের টোকিয়োতে আছড়ে পড়ল টাইফুন 'হাগিবিস' । মৃত 11 । জাপানের সেনাবাহিনীর তৎপরতায় প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

জাপানে বিধ্বংসী হাগিবিস

টাইফুনের তীব্রতায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল জাপানের নাগানো শহর ৷ টাইফুনের ফলে এই অঞ্চলে চিকুমা নদীর বানে বিধ্বংসী বন্যার খবর পাওয়া গেছে ৷ প্রায় কয়েক লাখ মানুষকে নিরাপত্তা স্থানে নিয়ে যাওয়া হয় ৷

প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

নাগানো শহরের এক আপদকালীন দপ্তরের আধিকারিক ইয়াসুহিরো ইয়ামাগুচি একটি সংবাদ সংস্থাকে বলেছেন, মোট 427 টি পরিবারকে, 1417 জনকে সরিয়ে নেওয়া হয়েছে । রাতারাতি প্রায় সাত মিলিয়নের বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় জাপান সরকার ৷ বাতিল করা হয়েছে বহু অন্তর্বর্তী ও আন্তর্জাতিক ট্রেন ও বিমান ৷

টাইফুনের তীব্রতায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল জাপানের নাগানো শহর

গতকাল 7 টা নাগাদ জাপানের হুনসুতে আছড়ে পড়ে হাগিবিস ৷ বিগত 60 বছরে জাপানে আছড়ে পড়া সবথেকে হিংস্র টাইফুন এটি ৷ যার গতিবেগ ঘণ্টায় 216 কিলোমিটার ৷

ABOUT THE AUTHOR

...view details