এলাহাবাদ, 7 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর খবর সামনে আসতেই হায়দরাবাদ পুলিশের প্রশংসা করে টুইট করেন BSP নেত্রী মায়াবতী । টুইটার বার্তায় উত্তরপ্রদেশ পুলিশকে কটাক্ষও করেন । লেখেন, "উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের হায়দরাবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া উচিত ।" মায়াবতীর এই কটাক্ষের জবাবে পালটা টুইট করল উত্তরপ্রদেশ পুলিশ । তাদের তরফে জানানো হল, গত দুই বছরে 103 জন অপরাধী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ।
পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়েছে । গতকাল এই খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ অনেকেই হায়দরাবাদ পুলিশের প্রশংসা করেন ৷ তবে একাংশের সমালোচনার মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে ৷ তবে হায়দরাবাদ পুলিশকে বাহবা দেন মায়াবতী । হায়দরাবাদ পুলিশের উদাহরণ টেনে উত্তরপ্রদেশ পুলিশকে কটাক্ষ করেন ৷ টুইটারে লেখেন , "উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বাড়ছে । কিন্তু রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই । BJP সরকার ঘুমাচ্ছে ৷ এখানকার ও দিল্লি পুলিশের উচিত হায়দরবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া ।"