তিরুপতি, 26 জুলাই : কোরোনা সংক্রমণের শুরু থেকেই বিশেষজ্ঞরা বলছেন, শিশু ও বয়স্কদের ভয় সবচেয়ে বেশি । কিন্তু কোরোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 101 বছর বয়সি বৃদ্ধা । তিনি অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা । গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি ।
কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হন অন্ধ্রপ্রদেশের মানগাম্মা নামে ওই বৃদ্ধা । তারপর থেকে তাঁর চিকিৎসা চলছিল শ্রী ভেঙ্কটেশ্বরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের শ্রী পদ্মাবতী মহিলা হাসপাতালে ।