দিল্লি , 16 সেপ্টেম্বর : কোরোনায় জর্জরিত গোটা বিশ্ব ৷ সাধারণ মানুষ থেকে হেভিওয়েট ব্যক্তি , ডাক্তার , পুলিশ কেউই এর প্রকোপ থেকে বাদ যাননি ৷ এর প্রভাব পড়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতেও (CAPFs) ৷ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 100 জন কোরোনায় মারা গেছেন এবং এখনও পর্যন্ত 25 হাজার 418 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল লোকসভার বাদল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷
মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ’’10 সেপ্টেম্বর পর্যন্ত কোরোনা ভাইরাসের কারণে CRPF-র মোট 35 জন , BSF-র 23 জন , CISF-র 24 জন এবং ITBP-র সাতজন মারা গেছেন । এছাড়া, সশস্ত্র সীমা বল (SSB) -র ছয়জন এবং অসম রাইফেলসের পাঁচজন মারা গেছেন ৷’’