শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : জরুরি ভিত্তিতে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীরে পাঠাল কেন্দ্র। গতরাতে রাজ্যের একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তারের পর যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কেন্দ্রের এই পদক্ষেপ বলে বিশেষজ্ঞদের অভিমত।
জরুরি ভিত্তিতে জম্মু-কাশ্মীরে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন কেন্দ্রের - Jaish-e-Mohammed
জম্মু ও কাশ্মীরে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে পাঠাল কেন্দ্র
![জরুরি ভিত্তিতে জম্মু-কাশ্মীরে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন কেন্দ্রের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2525412-692-d7c67e43-fe91-4c91-9831-3949730f7734.jpg)
গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জরুরি ভিত্তিতে নোটিশ পাঠানো হয়। তারপর আকাশপথে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। আগামীদিনে কোথায় জওয়ানদের মোতায়েন করা হবে সে বিষয়ে গতরাতে নিরাপত্তাবাহিনী ও রাজ্য পুলিশ আলোচনা করে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। তারপর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়। ফলস্বরূপ, পুলওয়ামা হামলার দিনকয়েকের মধ্যেই জইশ-ই-মহম্মদের বোমা প্রস্তুতকারক ও এক হ্যান্ডেলারকে খতম করে নিরাপত্তাবাহিনী। তারপর গতরাতে রাজ্যজুড়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের খোঁজে তল্লাশি চালায়। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিককে গ্রেপ্তার করা হয়। এছাড়া জামাত-ই-ইসলামির প্রধান আবদুল হামিদ ফয়াজসহ ১২ জন বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেপ্তার করা হয়।