পালগড় (মহারাষ্ট্র), ৩ মার্চ : কিছুদিন ধরে পেটে ব্যথা করছিল। বাবা, মা চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে জানাজানি হয় বিষয়টি। বছর ১০-র কিশোরী বলে দেয়, কীভাবে ৪ মাস ধরে ধর্ষণ করেছে প্রতিবেশী কিশোর। অভিযুক্তের বয়স ১২। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের পালগড়ের।
মাসের পর মাস ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০-এর কিশোরী, অভিযুক্ত প্রতিবেশী কিশোর - rape
কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বছর ১২-র কিশোর। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়।
ছবিটি প্রতীকী (ফোটো সৌজন্য : পিক্সাবে)
পুলিশ অফিসার জানিয়েছেন, দু'জনেই নাবালক। অভিযোগ অনুযায়ী, ওই কিশোর চারমাস ধরে কিশোরীকে ধর্ষণ করেছে। এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।