পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 3 মহিলাসহ 10

উত্তরপ্রদেশের শোনভদ্রে জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর । বচসা তারই জেরে । এরপরই চলে গুলি। গুলিতে মৃত্যু হয় 3 জন মহিলাসহ মোট 10 জনের

By

Published : Jul 17, 2019, 8:46 PM IST

Updated : Jul 17, 2019, 10:33 PM IST

উত্তরপ্রদেশে শুটআউটে

লখনউ, 17 জুলাই : উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 10 । পুলিশ স্টেশনের অদূরেই চলল দুই গোষ্ঠীর গুলি বিনিময় । জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর । বচসা তারই জেরে । এরপরই চলে গুলি। গুলিতে মৃত্যু হয় 3 জন মহিলাসহ মোট 10 জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 20 জন । বুধবার বিকেলে শোনভদ্র জেলার উভা গ্রামে ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থানের 25 কিলোমিটার দূরে রয়েছে ঘোরওয়াল পুলিশ স্টেশন । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় বছর দুয়েক আগে । গ্রামের প্রধান ওই এলাকায় বেশ কিছুটা জমি কিনেছিলেন । তা নিয়ে সেই সময়ই আপত্তি জানিয়েছিলেন গ্রামের বাসিন্দাদের একাংশ । বুধবার বিকেলে গ্রামপ্রধান ওই জমির দখল নিতে গেলে বাধা দেন ওই গ্রামবাসীরা । দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা । বিবাদ গড়ায় হাতাহাতিতে।

শোনভদ্রের জেলাশাসক অঙ্কিতকুমার আগরওয়াল, SP সলমন তাজ ঘটনাস্থানে যান । এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন । তিনি জেলাশাসককে নির্দেশ দিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসা শুরু করার । মৃত ব্যক্তি পিছপ পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

Last Updated : Jul 17, 2019, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details