দিল্লি, 2 জুলাই : দিনের আলো তখনও ফোটেনি । চারিদিক নিস্তব্ধ । সুনসান । আর এই নিস্তব্ধতাকে ভেদ করে কানে আসছে শুধু একটাই আওয়াজ । কান্না । রেল লাইনের পাশে একলা বসে রয়েছে এক ছোট্ট শিশু । শুধুই কাঁদছে । আর সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে টুকরো টুকরো হয়ে যাওয়া দেহাংশ । একটি নয় । তিনটি দেহ । এক মহিলা ও তাঁর দুই মেয়ে । ট্রেনের চাকায় পিষে গেছে দেহগুলি । দুর্ঘটনা থেকে একমাত্র রক্ষা পেয়েছে ওই মহিলার এক বছরের শিশুটি । রাজধানীর উত্তরপূর্বে মান্দাওয়ালি এলাকার ঘটনা ।
ভোর তখন 3.40 মিনিট । RPF আধিকারিকরা খবর পান, উত্তরপূর্ব দিল্লির মান্ডওয়ালি এলাকায় ট্রেনের চাকায় পিষে গেছেন এক মহিলা ও তাঁর দুই মেয়ে । এরপরই RPF-এর একটি দল ঘটনাস্থানে যায় । আর সেখানে যেতেই যে দৃশ্যটি চোখে পড়ল, তা শিউরে যাওয়ার মতো । লাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শরীরে টুকরো । কিছু দেহাংশ লাইন থেকে বাইরের দিকেও ছিটকে পড়েছে । আর তার মধ্যে একা বসে কেঁদে যাচ্ছে এক বছরের এক শিশু ।