ভুবনেশ্বর, 13 ডিসেম্বর : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু । ওড়িশার কান্ধামাল জেলার গোচ্চাপাড়া থানা এলাকার ঘটনা ।
গোচ্চাপাড়া থানা এলাকায় মাওবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । শুক্রবার সন্ধেয় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় । লড়াইয়ে এক মহিলা মাওবাদীর মৃত্যু হয় । মাওবাদীরা কালাহান্দি-কান্ধামাল-বৌধ-নয়াগড় ডিভিশনের বলে পুলিশ সূত্রে খবর । ডিজিপি অভয় জানান, "মাওবাদীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । এক মাওবাদীর মৃত্যু হয়েছে । বাকিরা ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় । সাত থেকে 10জনের দল ছিল ।" মৃতের পরিচয় পাওয়া যায়নি ।