পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোটারপ্রতি 300 টাকা 'ঘুষ', বিধানসভা উপ-নির্বাচনের আগে উদ্ধার দেড় কোটি - দিনাকরণ

AMMK (আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজ়াঘাম) প্রধান TTV দিনাকরণ ঘনিষ্ঠ এক নেতার দোকানে। সেখান থেকে উদ্ধার হয় নগদ 1 কোটি 48 লাখ টাকা। জানা গেছে, ওই টাকা বিধানসভা উপনির্বাচনের আগে ভোটারদের 'ঘুষ' দেওয়ার জন্য জমা করা হয়েছিল।

উদ্ধার হওয়া টাকা

By

Published : Apr 17, 2019, 12:52 PM IST

Updated : Apr 17, 2019, 1:19 PM IST

চেন্নাই, 17 এপ্রিল : টাকা দিয়ে ভোটারদের কেনার চেষ্টা ? এই তথ্যই সামনে আসছে আয়কর দপ্তরের অভিযানে। তামিলনাড়ুতে টাকা বিলির অভিযোগ নতুন নয়। হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে একাধিক নেতার দোকান, বাড়ি থেকে। যা নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনেও। সব তথ্য খতিয়ে দেখে ভেলোরের নির্বাচন বাতিল করেছে কমিশন। এবার সামনে এল আরও বড় তথ্য।

তামিলনাড়ুতে 38 আসনে লোকসভা নির্বাচন আগামীকাল। ওইদিনই আন্দিপাট্টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার আগে গতকাল রাতে আয়কর দপ্তর অভিযান চালায় AMMK (আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজ়াঘাম) প্রধান TTV দিনাকরণ ঘনিষ্ঠ এক নেতার দোকানে। সেখান থেকে উদ্ধার হয় নগদ 1 কোটি 48 লাখ টাকা। জানা গেছে, ওই টাকা বিধানসভা উপনির্বাচনের আগে ভোটারদের 'ঘুষ' দেওয়ার জন্য জমা করা হয়েছিল।

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, 94টি প্যাকেট টাকা ছিল। ছিল ওয়ার্ড নম্বর ও ভোটারদের নম্বরের লিস্টও। প্যাকেটের উপরের লেখা থেকে পরিষ্কার, প্রত্যেক ভোটারের জন্য বরাদ্দ ছিল 300 টাকা।

গতকাল রাতে ওই দোকানে হানা দেয় আয়কর দপ্তর। দোকান মালিক সেসময় স্টোর বন্ধ করে পালিয়ে যান। যদিও অভিযানে ছেদ পড়েনি। টাকা উদ্ধারের পাশাপাশি 4 AMMK সমর্থককেও আটক করা হয়েছে। তারা ইলেকশন কমিশন টিম ও আয়কর দপ্তরের আধিকারিকদের বাধা দেওয়ার চেষ্টা করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। শূন্যে গুলি ছুঁড়ে সরিয়ে দেওয়া হয় সবাইকে।

সিনিয়র ট্যাক্স অফিসার বি মুরলি কুমার বলেন, "আজ ভোর সাড়ে 5টায় অভিযান শেষ হয়। আমরা অভিযান সংক্রান্ত সমস্ত তথ্য CBDT (সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস) ও ইলেকশন কমিশনে পাঠিয়ে দেব।"

এই সংক্রান্ত আরও খবর : ভেলোর কেন্দ্রের নির্বাচন বাতিলের ঘোষণা রাষ্ট্রপতির

চলতি মাসের শুরুর দিকে ভেলোরের এক DMK প্রার্থীর বাড়ি থেকে নগদ 11 কোটি 50 লাখ টাকা উদ্ধার হয়। এরপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ভেলোর কেন্দ্রে নির্বাচন বাতিল করা হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে মাদ্রাজ় হাইকোর্টে যাচ্ছেন ভেলোরের AIADMK প্রার্থী AC শানমুগাম।

এখনও পর্যন্ত তামিলনাড়ু থেকে 500 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এরমধ্যে 205 কোটি টাকা নগদ। বাকিটা সোনা।

Last Updated : Apr 17, 2019, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details