পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নৌসেনার নির্মীয়মাণ যুদ্ধজাহাজে আগুন, মৃত 1 - Major Fire At Under-Construction Navy Warship In Mumbai, 1 Feared Trapped

মুম্বইয়ে নির্মীয়মাণ যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন । যার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের । মৃতের নাম ব্রজেশ কুমার (23) ।

নির্মীয়মাণ যুদ্ধজাহাজে আগুন

By

Published : Jun 21, 2019, 9:08 PM IST

Updated : Jun 21, 2019, 11:21 PM IST

মুম্বই, 21 জুন : মুম্বইয়ে নির্মীয়মাণ যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন । যার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের । মৃতের নাম ব্রজেশ কুমার (23) । তিনি ওই যুদ্ধজাহাজে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন । মহারাষ্ট্রের মাজ়গাঁও বন্দরে ওই যুদ্ধজাহাজটিতে আগুন লাগে ।

দমকলের মুখ্য আধিকারিক P S রাহাঙ্গডেল বলেন, নির্মীয়মাণ INS বিশাখাপটনম যুদ্ধজাহাজের দ্বিতীয় ডেকে সন্ধে 5 টা 44 মিনিটে আগুন দেখা যায় । দমকলের আটটি ইঞ্জিন ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থানে এসেছে । তিনি আরও বলেন, আগুন খুব দ্রুত জাহাজের দ্বিতীয় ডেক থেকে তৃতীয় ডেকে ছড়িয়ে পড়ে । জাহাজ ধোঁয়ায় ছেয়ে গেছে । দমকল কর্মীদের পাশাপাশি বন্দরের অগ্নিনির্বাপণ কর্মীরাও আগুন নেভানোর কাজ করছেন ।

অন্য এক দমকল অধিকর্তা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

মাজ়গাঁও বন্দরে একমাত্র সাবমেরিন তৈরির সুবিধা আছে । 2021 সালে বিশাখাপটনম যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

Last Updated : Jun 21, 2019, 11:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details