নয়াদিল্লি, 15 অগস্ট:যে যতই দুর্বল হোন বা শক্তিশালী, প্রতিটি ভারতীয়েরই কণ্ঠস্বর 'ভারতমাতা'৷ বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ স্বাধীনতা দিবসে একটি দীর্ঘ খোলা চিঠিতে তিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 145 দিনের ভারত জোড়ো যাত্রায় তাঁর নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ৷
রাহুল তাঁর বার্তায় বলেন, "আমার ভালবাসার জিনিসটি হঠাৎ করেই নিজেকে প্রকাশ করেছিল । আমার প্রিয় ভারত মাতা কোনও ভূমি ছিল না । এটি কোনও ধারণার সমষ্টি ছিল না । এটি কোনও নির্দিষ্ট সংস্কৃতি, ইতিহাস বা ধর্ম ছিল না । মানুষের কোনও বর্ণও নয় । ভারত ছিল প্রতিটি ভারতীয়ের কণ্ঠস্বর, তাঁরা যতই দুর্বল বা শক্তিশালী হোন না কেন ৷ ভারত সব কণ্ঠস্বরের মধ্যে লুকিয়ে থাকা সুখ, ভয় এবং বেদনা ৷"
রাহুল আরও বলেন, "ভারতের কথা শুনতে, আমার নিজের কণ্ঠস্বর - আমার ইচ্ছা - আমার উচ্চাকাঙ্ক্ষাগুলিকে চুপ করে যেতে হয়েছিল । ভারত তার নিজের একজনের সঙ্গে কথা বলবে, কিন্তু শুধুমাত্র যদি কেউ নম্র এবং সম্পূর্ণ নীরব থাকে তবেই বলবে ৷"
সমস্ত ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে রাহুল বলেন, "এটি কত সহজ ছিল । আমি নদীতে যেটা খুঁজছিলাম তা কেবল সমুদ্রে পাওয়া যায় ।" তিনি ফার্সি কবি রুমির উদ্ধৃতি তুলে ধরে বলেন, "কথা যদি হৃদয় থেকে আসে তবেই তা হৃদয়ে প্রবেশ করবে ।"