শ্রীনগর, 30 জানুয়ারি:গত সেপ্টেম্বর মাসে শুরু হওয়া রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র আজ পরিসমাপ্তি (Bharat Jodo Yatra Valedictory Ceremony Held in Srinagar) ৷ দীর্ঘ 4 মাসের বেশি সময়ে 12টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে আজ জম্মু ও কাশ্মীরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে এক জনসভার মাধ্যমে এই ‘ভারত জোড়ো যাত্রা’ শেষ করবেন রাহুল গান্ধি ৷ জম্ম ও কাশ্মীরে কংগ্রেসের রাজ্য পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি ৷
ভারত জোড়ো যাত্রার সমাপ্তি জাঁকজমকের সঙ্গেই করছে কংগ্রেস নেতৃত্ব ৷ আজ শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে এই সমাপ্তি অনুষ্ঠানে মিছিল করে পৌঁছবেন রাহুর গান্ধি ৷ তার আগে সকাল থেকে স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ বিখ্যাত সঙ্গীত শিল্পী রেখা ভরদ্বাজ এবং সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ সেখানে গান গাইবেন ৷ কংগ্রেসের তরফে দেওয়া অফিসিয়াল আমন্ত্রণপত্রে তা জানানো হয়েছে ৷ এই পুরো কর্মসূচি সরাসরি সম্প্রচার হবে, কংগ্রেসের ‘যাত্রা’ পোর্টালে ৷ এদিন রাহুল গান্ধি কাশ্মীরে কংগ্রেস হেডকোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷