হায়দরাবাদ, 10 অক্টোবর :বিশ্বের প্রথম ম্যালেরিয়ার প্রতিষেধক (Malaria Vaccine) উৎপাদন করতে চলেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ প্রথম সারির ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যক্সোস্মিথক্লাইন (GlaxoSmithKline) বা জিএসকে-র (GSK) সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই প্রতিষেধক তৈরি করবে তারা ৷ টুইটারে একথা জানিয়েছেন ভারত বায়োটেকের আন্তর্জাতিক বাণিজ্যিক প্রধান ড. ব়্যাচেস এল্লা (Dr. Raches Ella) ৷
আরও পড়ুন :Krishna Ella : ডেল্টার দৌরাত্ম্যের সময় ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার-মডার্না : কৃষ্ণ এল্লা
আগামী দিনে গোটা বিশ্বেই ম্য়ালেরিয়ার এই প্রতিষেধক পাওয়া যাবে ৷ ইতিমধ্যেই জিএসকে-র তৈরি ম্যালেরিয়ার প্রতিষেধক ‘আরটিএস,এস’-কে (RTS,S) স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ আফ্রিকার উপসাহারা এলাকায় এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে হু (WHO) ৷ পাশাপাশি, পৃথিবীর যেসমস্ত দেশে ম্যালেরিয়ার দাপট বেশি, সেখানেও এই প্রতিষেধক ব্যবহারে করা যাবে ৷ আপাতত এটাই হবে ম্যালেরিয়ার সার্বিক টিকাকরণের ‘পাইলট প্রজেক্ট’ বা প্রাথমিক ধাপ ৷