হায়দরাবাদ, 3 জুন : এবার কানাডার নাগরিকরাও পাবেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে তাদের মার্কিন পার্টনার ওকুজেন ইংকের সঙ্গে ৷ উল্লেখ্য, কোভ্য়াকসিন তৈরি ও বাজারজাত করার ক্ষেত্রে মার্কিন এই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিল ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷ আর এবার সেই চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ৷
এর আগে গত 2 ফেব্রুয়ারি ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভ্য়াকসিন তৈরি ও বিক্রির জন্য তাদের সঙ্গে অংশীদারিত্বে রাজি হয়েছে সেখানকারই সংস্থা ওকুজেন ইংক ৷ সূত্রের খবর, জরুরি ভিত্তিতে কানাডায় কোভ্য়াকসিন সরবরাহের জন্য অন্তর্বর্তী অনুমোদন পেয়েছে ওকুজেন ৷ প্রেস বিবৃতি জারি করে একথা জানিয়েছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা বোর্ড চেয়ারম্য়ান এবং সিইও শংকর মুসুনুরি ৷