হায়দরাবাদ, 8 জানুয়ারি : আশার বাণী শোনাল কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ৷ শনিবার হায়দরাবাদজাত বায়োটেকনলোজি সংস্থাটি জানায়, কেবল নিরাপদই নয়, করোনা ভাইরাসের সকল প্রজাতিকে প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ (Covaxin booster dose highly immunogenic against all COVID variants) ৷ কোভ্যাক্সিন দেশে তৈরি করোনার প্রথম টিকা, যেটি ক্লিনিক্যাল ট্রায়ালে এই ছাড়পত্র পেল ৷
এক বিবৃতিতে ভারত বায়োটেক জানিয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে টিকা প্রথম দু'টি ডোজের তুলনায় বুস্টার ডোজ মানবদেহে পাঁচগুণ বেশি ভাইরাসের অ্যান্টিবডি প্রস্তুত করতে সক্ষম ৷ তাদের তৈরি কোভিড টিকা SARS-CoV-2 এর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ কার্যকর ক্ষমতা প্রদানে সক্ষম বলেও দাবি করেছে হায়দরাবাদের সংস্থাটি ৷