পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Biotech On Covaxin Booster Dose : করোনার সকল প্রজাতি প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ, জানাল ভারত বায়োটেক - Covaxin booster dose highly immunogenic against all COVID variants

আগামী 10 জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব কো-মর্বিডিটি এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচি শুরু হচ্ছে ভারতে (India will begin administering the 'precaution dose' from 10 January) ৷ যাকে বলা হচ্ছে 'প্রিকশন ডোজ' ৷

Bharat Biotech On Covaxin Booster Dose
করোনার সকল প্রজাতি প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ, জানাল ভারত বায়োটেক

By

Published : Jan 8, 2022, 11:05 PM IST

হায়দরাবাদ, 8 জানুয়ারি : আশার বাণী শোনাল কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ৷ শনিবার হায়দরাবাদজাত বায়োটেকনলোজি সংস্থাটি জানায়, কেবল নিরাপদই নয়, করোনা ভাইরাসের সকল প্রজাতিকে প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ (Covaxin booster dose highly immunogenic against all COVID variants) ৷ কোভ্যাক্সিন দেশে তৈরি করোনার প্রথম টিকা, যেটি ক্লিনিক্যাল ট্রায়ালে এই ছাড়পত্র পেল ৷

এক বিবৃতিতে ভারত বায়োটেক জানিয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে টিকা প্রথম দু'টি ডোজের তুলনায় বুস্টার ডোজ মানবদেহে পাঁচগুণ বেশি ভাইরাসের অ্যান্টিবডি প্রস্তুত করতে সক্ষম ৷ তাদের তৈরি কোভিড টিকা SARS-CoV-2 এর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ কার্যকর ক্ষমতা প্রদানে সক্ষম বলেও দাবি করেছে হায়দরাবাদের সংস্থাটি ৷

আগামী 10 জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব কো-মর্বিডিটি এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচি শুরু হচ্ছে ভারতে (India will begin administering the precaution dose from 10 January) ৷ যাকে বলা হচ্ছে 'প্রিকশন ডোজ' ৷ এই কর্মসূচি শুরু হওয়ার প্রাক্কালে ভারত বায়োটেকের এই ঘোষণা নিঃসন্দেহে আশা জাগাবে, সে বিষয়ে সন্দেহ নেই ৷

আরও পড়ুন : Covaxin : কোভ্য়াকসিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

3 জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে 15-18 কিশোর বয়সিদের টিকাকরণ কর্মসূচি ৷ এক্ষেত্রেও একমাত্র টিকা হিসেবে ছাড় পেয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details