পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেকের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক উপরাষ্ট্রপতির - Vice President

ভ্যাকসিন তৈরিতে ভারত বায়োটেক সহায়তা করছে আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি । এখন ওই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। সেই বিষয়েই মূলত সংস্থার দুই শীর্ষ কর্তা আলোচনা করেন উপরাষ্ট্রপতির সঙ্গে।

bharat-biotech-officials-discuss-vaccine-with-vice-president
ভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেকের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক উপরাষ্ট্রপতির

By

Published : Dec 25, 2020, 6:17 PM IST

হায়দরাবাদ, 25 ডিসেম্বর:কোরোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেকের সঙ্গে আলোচনা করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । এই বিষয়ে কথা বলেন ওই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণা ইল্লা ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লার সঙ্গে ।

ভারত বায়োটেক কোরোনার ভ্যাকসিন তৈরি করছে। ভ্যাকসিন তৈরিতে ওই সংস্থাকে সহায়তা করছে আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এখন ওই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে । সেই বিষয়েই মূলত সংস্থার দুই শীর্ষ কর্তা আলোচনা করেন উপরাষ্ট্রপতির সঙ্গে।

ভারত বায়োটেক ও আইসিএমআর-এর একসঙ্গে কাজ করার বিষয়টিরও প্রশংসা করেছেন উপরাষ্ট্রপতি ।

আরও পড়ুন:সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী, গত 24 ঘণ্টায় সুস্থ 24 হাজার 661

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত বায়োটেকে গিয়েছিলেন। তিনি সেখানে কোভ্যাকসিন তৈরির বিষয়ে সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এর পর হায়দরাবাদের জিনোম ভ্যালিতে বিভিন্ন দেশের 70 জন রাষ্ট্রদূত ও হাই কমিশনার ভারত বায়োটেকে যান। ভ্যাকসিনের প্রস্তুতি খতিয়ে দেখেন।

ABOUT THE AUTHOR

...view details