হায়দরাবাদ, 20 জুন :কোভিড সংকটে মানুষের পাশে এসে দাঁড়ালেন ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণ এল্লা (Krishna Ella) ৷ মহারাষ্ট্রের একটি কমিউনিটি রিহ্যাবিলিটেশন সেন্টারে কোভ্যাকসিনের (Covaxin) 4,000 ডোজ দান করলেন তিনি ৷
মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার প্রখ্যাত আনন্দ্বন কমিউনিটি সেন্টারে কোভিড টিকা দান করছেন কৃষ্ণ এল্লা ৷ 1949 সালে সমাজের অনগ্রসর শ্রেণির কুষ্ঠ রোগী ও বিশেষভাবে সক্ষমদের জন্য এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন প্রখ্যাত সমাজকর্মী ও ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত বাবা আমতে ৷ তাঁরই মহারোগী সেবা সমিতির তৈরি আনন্দ নিকেতন কলেজের প্রাক্তনী ভারত বায়োটেকের চেয়ারম্যান ৷ 1973 সালে সেখানে বিএসসি কোর্সে পড়াশোনা করেছেন তিনি ৷
আরও পড়ুন:ভারতে বৈজ্ঞানিক দক্ষতার বড় মাইলফলক কোভ্যাকসিন : কৃষ্ণ এল্লা
জানা গিয়েছে, আনন্দ্বনের আবাসিকদের মধ্যে করোনার থাবার খবর শুনে ইতিমধ্যেই কৃষ্ণ এল্লা সেখানে কোভ্যাকসিনের 2,000 ডোজ পাঠিয়ে দিয়েছেন ৷ বাকি আরও 2,000 ডোজ তিনি খুব শিগগিরই পাঠাবেন বলে জানিয়েছেন ৷ বাবা আমতের নাতি কস্তুবা আমতে ডা. এল্লাকে এ জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷
ভারতে এই মুহূর্তে যে তিনটি কোভিড টিকা অনুমোদন পেয়েছে, তার মধ্যে একটি হল কোভ্যাকসিন ৷ কোভিশিল্ড ও স্পুটনিক ভি-এর পাশাপাশি এই টিকা দেওয়া হচ্ছে দেশজুড়ে ৷ এ ছাড়াও শিশুদের কোভিড টিকার ট্রায়ালও শুরু করে দিয়েছে ভারত বায়োটেক ৷ গত মাসে দিল্লির এইমস হাসপাতালে 2-18 বছর বয়সীদের কোভ্যাকসিন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ৷ সবার আগে 12 থেকে 18 বছর বয়সীদের উপর এই ট্রায়াল চালানো হয় ৷ এরপর ট্রায়াল চলে 6-12 বছর বয়সীদের উপর ৷ আর সবশেষে 2-6 বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ৷
আরও পড়ুন:81 দিন পর 60 হাজারের নিচে দৈনিক সংক্রমণ
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়লে শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ সে জন্যই শিশুদের সুরক্ষার কথা ভেবে টিকার ট্রায়াল জোরকদমে চালাচ্ছে ভারত বায়োটেক ৷