পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Intranasal Covid Vaccine: জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেল ভারত বায়োটেকের নেসাল কোভিড টিকা - ভারত বায়োটেক

ভারত বায়োটেকের (Bharat Biotech) নেসাল কোভিড টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল (Intranasal Covid Vaccine)৷

Bharat Biotech's intranasal Covid vaccine gets emergency approval
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল ভারত বায়োটেকের নেসাল কোভিড টিকা

By

Published : Sep 6, 2022, 4:49 PM IST

Updated : Sep 6, 2022, 5:18 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:ভারত বায়োটেকের (Bharat Biotech) নেসাল কোভিড টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেল (Intranasal Covid Vaccine)৷ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই অনুমতি দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন আধিকারিকরা (Emergency approval)৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, "কোভিড-19-এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে বিরাট সাফল্য ! ভারত বায়োটেকের নেসাল কোভিড টিকা ChAd36-SARS-CoV-S-কে 18+ বয়সিদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে ৷" তিনি জানিয়েছেন, এর ফলে অতিমারীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই আরও মজুবত হল ৷ তাঁর কথায়, "কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে নিজেদের বিজ্ঞান ও মানবসম্পদকে ভালো ভাবে কাজে লাগিয়েছে ভারত ৷ বিজ্ঞানের সহায়তায় এবং সবকা প্রয়াসের দ্বারা আমরা কোভিড-19-কে পরাজিত করব ৷"

হায়দরাবাদের ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নাকের টিকার ট্রায়াল কিছুদিন আগে শেষ করেছে ৷ 4,000 স্বেচ্ছাসেবীর উপর ট্রায়াল চালানো হচ্ছে ৷ কোম্পানির একটি সূত্র জানিয়েছে, এই টিকার কোনও সাইড এফেক্ট বা বিপরীত প্রতিক্রিয়া নেই ৷ অগস্ট মাসে, ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছিল যে, ইনট্রানেসাল কোভিড টিকা নিরাপদ, রোগপ্রতিরোধক হিসেবে প্রমাণিত হয়েছে ৷

আরও পড়ুন:6 মাসে বুস্টার নিলে নেই কোনও সমস্যা, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

নেসাল টিকা BBV154-এর প্রাথমিক দুটি ডোজ ও বুস্টার ডোজের দুটি পৃথক ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ৷ ডিসিজিআই এই টিকার তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়ালেরও অনুমোদন দিয়েছে ৷

বিশ্বের মধ্যে ভারত বায়োটেকই প্রথম কোভিডের নেসাল টিকা বাজারে আনল । এই টিকা নিতে কোনও ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হবে না ৷ নাকে ড্রপ নেওয়ার মতোই এই টিকা নেওয়া যাবে । ড্রাগ রেগুলেটর অথরিটির কাছে ভারত বায়োটেকের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, "এই টিকা অনেকটা সস্তা হবে । যে সব দেশের নাগরিকদের গড় রোজগার কম, সেই দেশগুলিতে এই নেসাল টিকা খুবই কার্যকর হবে ।" আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক ।

Last Updated : Sep 6, 2022, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details