নয়াদিল্লি, 25 মে : যাঁরা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁরা কি বিদেশে পড়তে যেতে পারবেন ! এমনই আশঙ্কা তৈরি হয়েছে ৷ কারণ, বিশ্বস্বাস্থ্য সংস্থা এখনও করোনার এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়নি ৷
যদিও ভারত বায়োটেকের আশা, খুব শীঘ্রই করোনার এই ভ্যাকসিনের ছাড়পত্র চলে আসবে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছ থেকে ৷ কোভ্যাকসিনের নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই নিয়ে মঙ্গলবার সরকারি স্তরে বৈঠক করে ৷
সেই বৈঠকে মূলত আলোচনা হয় বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ছাড়পত্র আনার বিষয়টি কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে ৷ সূত্রের খবর, এই নিয়ে ভারত বায়োটেকের তরফে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে 90 শতাংশ কাগজপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে ৷ তাই তাদের আশা যে খুব তাড়াতাড়ি কোভ্যাকসিন নিয়ে ছাড়পত্র দেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷
আরও পড়ুন :তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা
এদিকে আগামী অগস্ট-সেপ্টেম্বর থেকেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু হবে ৷ এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয়নি ৷ আর বিশ্ববিদ্যালয়গুলি জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশ বা বিশ্বস্বাস্থ্য সংস্থা ছাড়পত্র না দিলে ভর্তির অনুমতি দেওয়া হবে না ৷