নয়াদিল্লি, 17 জুন: করোনা (Covid-19) প্রতিরোধে শিশু ও নাবালকদের শরীরে তাদের তৈরি টিকা (Corona Vaccine) ব্যবহার করলে টিকাগ্রহণকারীদের কোনও সমস্যা হবে না ৷ শুক্রবার নাবালকদের উপর কোভ্য়াক্সিনের (Covaxin) প্রয়োগ সম্পর্কে এমনটাই দাবি করেছে টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু ও নাবালকদের শরীরে কোভ্যাক্সিন ব্যবহার করলে একেবারে ন্যূনতম কিছু পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects) দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও তাতে টিকাগ্রহণকারীর কোনও ক্ষতি হবে না ৷ এই টিকা নাবালকদের জন্য সম্পূর্ণ নিরাপদ ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিশদে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে ৷ এবং সেই পর্যবেক্ষণের বিস্তারিত রিপোর্ট প্রথম সারির একটি মেডিক্যাল জার্নালে প্রকাশ করা হয়েছে ৷
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু ও নাবালকদের শরীরে কোভ্যাক্সিনের ব্যবহার শুরু করার আগেই নিয়ম মাফিক এর ট্রায়াল (Trial) করানো হয় ৷ সেই পরীক্ষামূলক কর্মসূচির জন্য গোটা দেশের মোট ছ'টি হাসপাতালকে বেছে নেওয়া হয় ৷ গত বছর দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই ছ'টি হাসপাতালে মোট 526 জনের উপর কোভ্যাক্সিন প্রয়োগ করা হয় ৷ সেই সংক্রান্ত তথ্য়াবলী গত 16 জুন বিশ্ববিখ্যাত ল্যানসেট পত্রিকায় (Lancet Infectious Diseases journal) প্রকাশিত হয়েছে ৷
আরও পড়ুন:Corona Update in India : 24 ঘণ্টায় 13 হাজার ছুঁই ছুঁই করোনা সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যুও