নয়াদিল্লি, 24 এপ্রিল: ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকার দাম ঘোষণা করা হল ৷ বেসরকারি হাসপাতালের জন্য এই ভ্যাকসিনের দাম হবে 1,200 টাকা এবং রাজ্যগুলির জন্য ভ্যাকসিনের দাম হবে 600 টাকা ৷ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে শনিবারই একথা জানানো হয়েছে ৷
দেশের অন্য করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ডের দামের তুলনায় কোভ্যাকসিন খানিকটা দামী ৷ এই প্রসঙ্গে ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এম এলা এদিন জানান, বিগত 25 বছর ধরে আমাদের মূল উদ্দেশ্য, ন্যায্য মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা ৷ বর্তমানে এই করোনা ভ্যাকসিনের উদ্ভাবন এবং তা তৈরি করতে থাকার ক্ষেত্রে ভ্যাকসিনের রিকভারিং কস্ট অর্থাৎ ব্যয় পুনরুদ্ধার করা জরুরি ৷ সেই মতোই কোভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছে ৷