হায়দরাবাদ, 6 নভেম্বর: এবার আমেরিকায় বাজার দখলে উদ্যোগী হল ভারত বায়োটেক । আপৎকালীন পরিস্থিতিতে শিশুদের উপর তাদের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন-কে ছাড়পত্র দেওয়ার জন্য সে দেশের সরকারের কাছে আবেদনপত্র জমা দিল তারা । আমেরিকায় ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোভিড ভ্যাক্সিন পৌঁছে দেওয়ার কাজে নেমেছে সে দেশের ওষুধপ্রস্তুতকারক সংস্থা অকুজেন আইএনসি । তারাই আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যা়মিনিস্ট্রেশন (এফডিএ)-এর কাছে জরুরি ভিত্তিতে শিশুদের উপর কোভ্যাক্সিন প্রয়োগের অনুমোদন চেয়ে আবেদন জমা দিয়েছে ।
শুক্রবার সংস্থার টুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘জরুরি পরিস্থিতিতে 2 থেকে 8 বছর বয়সি শিশুদের উপর আমাদের কোভিড টিকার ছাড়পত্রের জন্য আমেরিকার এফডিএ-র কাছে আবেদন জমা দিয়েছি ৷ বিশ্বের 17টি দেশে ইতিমধ্যেই জরুরি ভিত্তিত এই টিকা অনুমোদিত হয়েছে ৷’ অকুজেন-এর এই ঘোষণার পর ভারত বায়োটেক সংস্থায় কোভিড টিকা বিভাগে ক্লিনিক্যাল লিড রশেশ এল্লা টুইটারে লেখেন, ‘কোভ্যাক্সিন টিকা সহনীয় এবং নিরাপদ বলেই শিশুদের জন্য এই টিকা আদর্শ ৷ সহযোগী সংস্থা অকুজেন মারফত আমেরিকায় ছাড়পত্রের আবেদন জমা দিয়ে অত্যন্ত আনন্দিত আমরা ৷’
আরও পড়ুন:Mukesh Ambani: দেশ ছাড়ছেন না আম্বানিরা, লন্ডনে কেনা সম্পত্তি ব্যবসারই অঙ্গ, জানাল রিলায়্যান্স