পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhagwant Mann Sacks Minister : অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করে আপের 'মান' বাঁচালেন ভগবন্ত - Arvind Kejriwal praised Bhagwant Mann

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে খুশি আপ প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal praised Bhagwant Mann) ৷

Bhagwant Mann Sacks Health Minister
অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করে আপের 'মান' বাঁচালেন ভগবন্ত

By

Published : May 24, 2022, 4:11 PM IST

Updated : May 24, 2022, 6:14 PM IST

চণ্ডীগড়, 24 মে : এখনও তিন মাসও হয়নি পঞ্জাবে ভগবন্ত মানের নেতৃত্বে সরকার গঠন করেছে আপ ৷ তারমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠল পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্গলার বিরুদ্ধে ৷ রাজ্য আপের মান বাঁচাতে দৃষ্টান্তকারী পদক্ষেপ হিসেবে অভিযুক্ত মন্ত্রীকে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann Sacks Health Minister) ৷ ইতিমধ্যেই অভিযুক্ত ওই মন্ত্রীকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷

আরও পড়ুন : অসমে বন্যায় প্রায় সাড়ে 6 লক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত অন্তত 25

ভগবন্ত মানের এই পদক্ষেপে খুশি আপ প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ টুইটে তিনি লিখেছেন, "তোমায় নিয়ে গর্বিত ভগবন্ত ৷ তোমার এই সিদ্ধান্ত আমার চোখে জল এনে দিয়েছে ৷ দেশ আজ আপ'কে নিয়ে গর্ববোধ করছে ৷" পরে এক ভিডিয়ো বার্তাতেও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন কেজরিওয়াল ৷ আপ যে কোনও দুর্নীতিতে প্রশ্রয় দেয় না এদিন তাও ফের মনে করিয়ে দিয়েছেন কেজরিওয়াল ৷

ভগবন্ত মানের এই পদক্ষেপে খুশি আপ প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, "আপের জন্মই হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েমের উদ্দেশ্যে ৷ অরবিন্দ কেজরিওয়াল সবসময় বলে এসেছেন আপন হোক বা পর কারও দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ তাঁকে বরখাস্ত করা হয়েছে, এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে"৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বিজয় সিঙ্গলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি টেন্ডার পাস করানোর জন্য দফতরের আধিকারিকদের কাছ থেকে 1 শতাংশ করে কমিশন দাবি করেছিলেন ৷ এই অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণ হওয়ার পরেই বিজয় সিঙ্গলাকে মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নেন ভগবন্ত মান ৷

Last Updated : May 24, 2022, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details