পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhagat Singh Koshyari: ভাষণ-বিতর্কে জল ঢালতে শাহকে চিঠি কোশিয়ারির

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari) ৷ কেন এই পদক্ষেপ করতে হল তাঁকে ?

Bhagat Singh Koshyari wrote letter to Amit Shah over his speech controversy
Bhagat Singh Koshyari: ভাষণ বিতর্কে জল ঢালতে শাহকে চিঠি কোশিয়ারির

By

Published : Dec 12, 2022, 4:37 PM IST

মুম্বই, 12 ডিসেম্বর: "আইকনদের অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না !" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠিতে এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari) ৷ প্রসঙ্গত, সম্প্রতি ভগতের একটি ভাষণের অংশ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয় ৷ অভিযোগ ওঠে, ভারতের কিংবদন্তী দেশনায়ক ও মহাপুরুষদের অসম্মান করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ৷ সংশ্লিষ্ট দুই পৃষ্ঠার চিঠি এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তিনি ৷

চিঠিতে ভগত সিং কোশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে 'সম্মানীয় শ্রী অমিতভাইজি' বলে সম্বোধন করেছেন ৷ 6 ডিসেম্বরের ওই চিঠির ছবি ইতিমধ্য়েই সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে সংশ্লিষ্ট বিতর্কে রাজ্যপাল নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন ৷ তাঁর বক্তব্য, 'আমরা যখন ছাত্র ছিলাম', তখন মহাত্মা গান্ধি, পণ্ডিত জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু (আমাদের) অনুপ্রেরণা দিতেন ৷ এখনকার ছাত্ররাও সেইসব ব্যক্তি সম্পর্কে জানতে চান, যাঁরা তাঁদের 'আদর্শ' হতে পারেন ৷

আরও পড়ুন:ভারত জোড়ো যাত্রায় নারীশক্তির জয়জয়কার, মেয়ের সঙ্গে পথে প্রিয়াঙ্কা

ভগত সিং কোশিয়ারির দাবি, "এরই প্রেক্ষিতে আমি ড. বি আর আম্বেদকর থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরির উদাহরণ টেনে আনি ৷ এমনকী, ছাত্ররা চাইলে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম, কিংবা পরমাণু বিজ্ঞানী ড. হোমি ভাবাকেও তাঁদের আদর্শ বলে মানতে পারেন ৷" ভগতের বক্তব্য, যদি কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের অনুপ্রেরণা মনে করেন, তার অর্থ এই নয় যে 'পূর্বতন মহাপুরুষদের' কোনওভাবে অসম্মান করা হচ্ছে ৷ এমনকী, "এটি কোনওভাবেই কোনও তুলনা হতে পারে না !"

চিঠিতে রাজ্যপাল আরও বলেন, "ছত্রপতি শিবাজী মহারাজ, মহারাণা প্রতাপ অথবা শ্রী গুরু গোবিন্দ সিংয়ের মতো কিংবদন্তী, যাঁরা মুঘল আমলে আত্মবলিদান দিয়েছেন, তাঁদের অসম্মান করার কথা আমি কল্পনাও করতে পারি না ৷" তবে, সূত্রের দাবি, এই চিঠিও কংগ্রেস, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা, কর্মীদের ক্ষোভ প্রশমন করতে পারেনি ৷

ABOUT THE AUTHOR

...view details