মুম্বই, 12 ডিসেম্বর: "আইকনদের অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না !" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠিতে এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari) ৷ প্রসঙ্গত, সম্প্রতি ভগতের একটি ভাষণের অংশ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয় ৷ অভিযোগ ওঠে, ভারতের কিংবদন্তী দেশনায়ক ও মহাপুরুষদের অসম্মান করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ৷ সংশ্লিষ্ট দুই পৃষ্ঠার চিঠি এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তিনি ৷
চিঠিতে ভগত সিং কোশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে 'সম্মানীয় শ্রী অমিতভাইজি' বলে সম্বোধন করেছেন ৷ 6 ডিসেম্বরের ওই চিঠির ছবি ইতিমধ্য়েই সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে সংশ্লিষ্ট বিতর্কে রাজ্যপাল নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন ৷ তাঁর বক্তব্য, 'আমরা যখন ছাত্র ছিলাম', তখন মহাত্মা গান্ধি, পণ্ডিত জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু (আমাদের) অনুপ্রেরণা দিতেন ৷ এখনকার ছাত্ররাও সেইসব ব্যক্তি সম্পর্কে জানতে চান, যাঁরা তাঁদের 'আদর্শ' হতে পারেন ৷