হায়দরাবাদ, 1 অক্টোবর: দশেরা ভারতের অন্যতম উৎসব ৷ যা দেশকে সম্প্রীতি ও আনন্দের চেতনায় একত্রিত করে ৷ মন্দকে দূরে সরিয়ে বিজয়ের ইতিবাচক বার্তাকে চিহ্নিত করতে আড়ম্বরের সঙ্গে উদযাপন করা হয় দশেরা ৷ আপনি যদি দশেরার সময় পরিবার ও বন্ধুদের নিয়ে সেরা জায়গাগুলি দেখার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল কিছু কয়েকটি সন্ধান ৷
কলকাতা : কলকাতা বা যেখানে দুর্গাপুজো হয় সেখানেই দশেরা বিজয়া দশমী হিসেবে পরিচিত ৷ এই দিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে ৷ জেলার পুজো থেকে শুরু করে শহর কলকাতা, দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে যেন এই সময় একটি বিশাল কার্নিভাল চলে ৷ এই বিজয়া দশমী বা দশেরার দিন শোভাযাত্রা সহকারে সপরিবারে দেবী দুর্গাকে বিসর্জনের জন্য নদীতে আনা হয় ৷ এই দিন বিবাহিত মহিলারা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর দিয়ে বরণ করার পর নিজেরা সিঁদুর খেলায় মেতে ওঠেন ৷ একে অপরকে মিষ্টিমুখ করান ৷ সমগ্র উৎসবটি নাচ, গানে উদযাপিত হয় ৷ থাকে সুস্বাদু খাবার, রকমারি মিষ্টি ।
কুল্লু : হিমাচল প্রদেশের কুল্লুতে দশেরা উৎসব উদযাপন অনন্য শৈলীর জন্য পরিচিত ৷ শহরের মানুষ এই অনুষ্ঠান উদযাপনের জন্য একত্রিত হয় ৷ স্থানীয় দেবদেবীদের মণ্ডপ থেকে আনা হয় রাজপথে, শহরের চারপাশে প্যারেড করা হয় ৷ সপ্তাহব্যাপী চলা এই অনুষ্ঠানটির মূল আকর্ষণ, রথের উপর ভগবান রঘুনাথ ও অন্যান্য দেবতাদের বসিয়ে কুচকাওয়াজের মাধ্যমে ঘোরানো ৷ ধলপুর ময়দান এই অনুষ্ঠানের প্রধান সমাবেশস্থল ৷