বেঙ্গালুরু (কর্নাটক), 19 নভেম্বর: এক বছর বয়সী শিশুপুত্রের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক (Unnatural Sex) তৈরি করা এবং শিশুটিকে খুন (Murder) করার অপরাধে ফাঁসির সাজা (Death Penalty) হল এক ব্যক্তির ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর একটি ফাস্ট ট্র্যাক কোর্ট এই সাজা দিয়েছে ৷
2015 সালে ঘটনাটি ঘটে ৷ অপরাধীর নাম মূর্তি ৷ সে কর্নাটকের যশবন্তপুরের কারিমানি এলাকার বাসিন্দা ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা করা হয়েছিল ৷ তাছাড়া পকসো আইনেও (POCSO Act) মামলা হয় ৷ সেই আইনেও মূর্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ এছাড়া আদালত তাকে 50 হাজার টাকা জরিমানাও করেছে ৷ এছাড়া বেঙ্গালুরু (Bengaluru) সিটি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে আদালতের নির্দেশ, তারা যেন ওই শিশুর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করে ৷